Top today
সবি হারিয়েছি
সহায় সম্পদ অর্থ কড়ি হারালে দুঃখ নাই
সবি হারাতে নেই যে দ্বিধা শুধু তোমাকে চাই
সর্বস্ব বল প্রয়োগ করিয়া পাইনি তোমায়
দ্রুত বেগে ভেসে গেছো পবন ভেলায় ।
সেদিন বাজ ফেলে দিছো মোর শিরে
নরকের দহন লাগিয়েছ হৃদয় নীরে
সেই অগ্নি পুড়ে করিছে সব ছাই
তবুও বোধ হয় কিছু হারাই নাই ।
পিতা মাতা ভাই বোন হারালাম একে একে
কিছুই হারাইনি এমন বোধ লাগে আমাকে
আমার ছিল সাঁজানো গোছানো বাড়ি
নির্দয় তিস্তার জল নিল কাড়ি ।
তবু আসেনি ক্রদন লাগেনি ব্যথা
হিয়াতে জাগেনি সর্বহারা কথা
কিছুই নেই এ ধরায় না রহিলে তুমি
শুন্যের বৃত্ত যেন ধু ধু মরুভূমি ।
প্রিয়া হারানোর ব্যথা সহজ কভু নয়
এর চেয়ে বড় কিছু নেই জ্বালাময়
তোমায় না পেয়ে আমি সবি হারিয়েছি
আজ সর্বহারা নিঃশেষ হয়ে গেছি ।