অনেক কথা২১
সার্থক অভিনেতা আর ব্যর্থ অভিনেতা–
* দুনিয়াটা আসলেই নাট্যশালা। এখানে কেউ নাটের গুরু ত কেউ নাটকবাজ। দুনিয়ার প্রতিটি মানুষ অভিনেতা। একজন সুদক্ষ নির্মাতার সুনির্মিত স্ক্রিপ্টে যে যার যার ভূমিকায় অভিনয় করে চলছে। নাট্যকার যেভাবে চাচ্ছে সেভাবেই অভিনয় করে যেতে হচ্ছে। একটুও ব্যতিক্রম বা রদবদল করা যাচ্ছে না। এ নাটকের অভিনেতা-অভিনেত্রীরা যে যতই ভাল অভিনয় করতে পারছে সে ততই নাট্যকারের নৈকট্যে আসতে পারছে। আর নাট্যকারের নৈকট্য যে লাভ করতে পারছে নিঃসন্দেহে সে সার্থক অভিনেতা।
* আমি যতই ভাল অভিনেতা হইনা কেন, আমার ভুল কোথা একমাত্র নাট্যকারই ভাল জানে।
* জনপ্রিয় এবং বিশ্বনন্দিত হতে হলে মহানায়ক হওয়া চাই আর মহানায়ক হতে হলে নাট্যকারপ্রিয় হতে হয়।
* একজন নির্বোধ পৃথিবীর সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে ফেলুক তাতে এতটুকু জ্ঞান হবে না, যদি জ্ঞানদাতা এটুকু জ্ঞান দান না করে। তাই একজন অভিনেতা যতই উত্তম অভিনয় করুক নাট্যকারের ছাড়পত্র ছাড়া ব্যর্থ।
* যারা তীর্থ ঘুরে পাঁচবার প্রেক্ষাগৃহে সত্যিকারের অভিনয় করে তারা সার্থক অভিনেতা? যারা খায়ধায় সারা দিন না-টিং-টিং না-টিং-টিং বিশ্বনিন্দুকের দোতারা বাজায় তারা ব্যর্থ অভিনেতা?
চলবে…