Top today
হিমির পাগল
পাড়া পড়শি সবাই আমায় পাগল হাঁকে
সারাক্ষণ ভাবছিলাম বলে তোমাকে
তুমি হীনা সবি ছিল ভীষণ তিক্ত
অন্য কারো কথা লাগতো যে বিষাক্ত ।
যেথায় হেরিতাম সেথায় আছ তুমি
তাই সবাই কহিত হিমির পাগল আমি
আহার নিদ্রা ত্যাগিয়ে ঘুরেছি পথে ঘাটে
কত নিশি কেটেছি ফুটপাতে হাটে ।
দুষ্ট ছেলের দল গায়ে দিত ঢিলা
ছোট ছোট নুড়ি কিংবা ধুলা
পাগল ভেবে শিকল বেধে রাখিত আমায়
কখনো গাড়ি ভাড়া করে পাঠাত পাবনায় ।
তবু তোমায় দেখিতাম নিদ্রা জাগরণে
বড় ভাল লাগিত একাকি নির্জনে
হিমির পাগল নামে পেয়েছিলাম খ্যাতি
এই উপনাম দিল মোরে তোমার প্রীতি ।