Top today
ছুটি
পড়ালেখা ছুটি চায়, দিলাম ছুটি
খুশিতে আটখান, হেসে কুটি কুটি
ছুটি চায় পেন্সিল, বই-খাতা-নোট
ছুটি চায় মোজা আর ইশকুল বোট
ছুটি চায় ঝোলাব্যাগ, টিফিনের কাপ
ছুটি চায় কেদারা, জ্যামিতির খাপ
ছুটি নিয়ে ওরা যদি ফিরে না আসে
ফুটবে না ফুল আর, সবুজ ঘাসে!