Top today
উষ্ণ দুপুরে মেঘনার ঢেউ
উষ্ণ দুপুরে মেঘনার ঢেউ,
করিতেছে ঝলমল।
দূর সাদা কাশবন,
দুলিছে অনর্গল।
ছেলে বুড়ো নাহিতেছে,
ডুবায়ে সারা গা।
মাছরাঙ্গা চাহিয়া আছে,
মাছকে মারিবে ঘাঁ।
মধুর সুরে মনমাঝি,
গাহে সুখের গান।
নীল গগনে বকের ঝাক,
দেখিলে জুড়ায় প্রাণ।
ঢেউয়ের তালে,
রৌদ্র করিছে খেলা।
মেঘনার তটে ভাসিতেছে,
নানান রঙ্গের ভেলা।
নদীর জলে এবার,
বিকেলের ছায়া।
ভুলিতে কভু পারি নাকো,
মেঘনার এই মায়া।