Top today
রাত জাগা
রাত জাগা
মিলন বনিক
ইদানীং জেগে উঠি,
নিশুতি রাতের নিস্তব্দ আঁধারে,
একটি জোনাকীর আহবানে।
মৃদু স্পর্শ দেয়,
পৃথিবীর সমস্ত কোমলতা দিয়ে
তন্দ্রা বিভোর অলস শরীরে,
ঠিক প্রিয়ার হাতের নরম স্পর্শ যেন,
আলতো ভাবে গতিপথ সৃষ্টি করে,
রূক্ষ এলোমেলো চুলগুলোর ভাঁজে ভাঁজে।
লুকোচুরি খেলে,
মশারীর সীমাবদ্ধ বেষ্টণীর ভিতর,
কখনও হৃদয়ের অনন্ত গভীরে,
অন্তর মেরূর সীমারেখা বরাবর
যেখানে অজস্র ভালোবাসার স্পর্শ জাগায়,
নিশুতি রাতের নিস্তব্দ নীরবতায়।
আমি জেগে থাকি ,
স্বপ্নীল অনুভূতির ব্যর্থ প্রয়াসে,
প্রতিটি মূহুর্তে রাতের নয়ন চুমি।
দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষীণ আশ্বাস,
তাও ভোর রাতের ঝিরঝিরে হাওয়া,
আর একটুকরো মিষ্টি রোদের কাছে
আমার রাত জাগার সুতীব্র বিশ্বাস।