Top today
পিপাসা মেটাতে
ভালোবাসার নিশান নিয়ে
তুমি আর আমি ছুটবো অটল গতিতে
প্রেমের আলো ছুঁড়ে
হৃদয়হীনদের মুখ ভোঁতা করে।
আবদ্ধ হবো অটুট বন্ধনে
প্রশান্তির নিঃশ্বাস নিতে
আশ্রয় নেবো সজ্জিত কোনে
পাবো না রক্তচক্ষুর ভয়।
চৈত্রের খরায় ফেটে যাওয়া মৃত্তিকার মতো
তৃষিত হৃদয়ের পিপাসা মেটাতে
তোমার চুলের খোঁপা খুলে দিব আমি
নক্ষত্র নিভে যাবে
তোমার অবয়বের আলো
টেনে নিবে আমায়
তোমার ঘ্রাণে আলোকিত হবো
আমার গন্ধে পথ ফেলবে হারিয়ে।
বাহিরে ঝরবে ঘাম, শোনা যাবে শব্দ
চলবে গাড়ি ছুটবে মানুষ।