“আপন মাজার”
যে পথ নির্জন আমি সেই পথের পথিক
পথ-ই আমার পথের দিশারী।
পথের শেষের দিগন্ত রেখাতে
আমি অনুগত অনুসারী।
আমি ক্লান্ত হবো আমি তৃষ্ণার্ত হবো
তবু দিবো না কাহারো দুয়ারে ধর্না।
পথের মাঝেই খুঁজে নিবো
কোনো নিঃস্বার্থ প্রকৃতির ঝর্ণা।
গাছের ছায়াতে শ্রান্ত কায়া;
অচেনা পাখির মিষ্টি সুর।
ঘুম ভেঙ্গেই পথের সঙ্গি হবো
জরুরী নহে ঘড়িকাঁটা কতদুর।
যেই পথেই কাঁকনের মায়াবী সুর
সেই পথ আমার নিষিদ্ধ।
মরুর মৃত পথ আমার পথ
আমার জন্যি চরম সিদ্ধ।
আমার স্বাধীন মুক্ত দু’হাত
কাহারো হাতে হবে না বন্দি।
আপন ইচ্ছেয় হাতের মুঠি
কাহারো সনে নয় সন্ধি।
বৈরাগীর মন্ত্র অন্তরে গেঁথে
অবজ্ঞা মায়ার সংসার।
আপন বিশ্বাস আপনাতেই রেখে
লেনাদেনা শুধু আপন দরবার।
আপন ধর্মের একক অনুগামী
নাহি রাখিবো অন্যের খোঁজ খবর।
আমার অহী আমার কাছে
আমার ইচ্ছেয় যের-যবর।
কাহারো তীর্থের পথে আর আমি নই
আমার মাজারেই আমার পূণ্য।
আপন মাজারে আপন মানত
আপনাতেই রইবো ধন্য।