Top today
বাংলার বুকে
যেখানে জীবন প্রতিটি ক্ষণ
পর অথবা আপন জন
নিয়ে বাঁধে সুখের ঘর,
প্রভাতে উঠিয়া সোনালী দিবাকর
আলোয় ভরায় সারা ঘরখানি।
সেখানটা কোথায় সবাই জানি
মুখস্থও আছে সবার মুখে।
এই বাংলার বুকে।
যেখানে সুখের ঘরে
হাজার দুঃখ হাজার থরে
সাজিয়ে ওঠে; আমাদেরই দোষে
আত্ম অহংকারের বিরস রোষে।
নিজের মাথায় নিজেই করি আঘাত।
তখনি জীবন খানি সুখের বদলে
ভরে যায় দুখে।
যেখানে দেখি রাত দিন
হাজার দুর্বৃত্ত আর নীতিহীন,
ক্ষুধাতুর পেটে লাথি মেরে
আপনার উদর ভরায় কেড়ে
ক্ষুধিতের সবটুকু খাদ্য।
বাজাইছে মিথ্যার বিজয় বাদ্য
কি আনন্দ কি মহাসুখে।
যেখানে আজও গরীব ধনবান
আকাশ-পাতাল দুস্তর ব্যবধান।
যেখানে আজও রক্তের স্বাধীনতা
খাঁচায় আটকা পাখির পরাধীনতা।
যেখানে চির মিথ্যা ও অন্যায়ে
খাঁটি সত্যের রং লাগায়ে
মুখোশ পরে যুগে যুগে
সে এই বাংলার বুকে।