তুমি আমার নির্ঘুম রাতের কারন !
কখনও আমার ভালোবাসতে ইচ্ছে করেনি
আয়নার সামনে দাড়িয়েঁ নিজের অগোছালো চেহারা
বারবারই ভালোসায় ভীতি সৃষ্টি করেছে
এমন চেহারার মানুষকেও মানুষ ভালোবাসে ?
আশ্চর্য হতাম এই ভাবনাতেই
তারপরও আমি মনে হয় দেখতে ভুল করিনি
তুমিতো আমার দিকেই তাকিয়ে থাকো ,
মনে অনেক বার প্রশ্ন জেগেছে
তবে কি সেটা ভয়েই তাকাও
নাকি আমার চেহারা পৃথিবীর উদ্ভট কোন কিছুর মত !
কিন্তু কেনই জানি, তোমার বিষন্নতা ভরা তাকানোতে
একটা অন্যরকম সরলতা আছে
তবে কি সত্যিই আমার নিজের প্রতি অবিশ্বাসেই
তোমার মনে আমার প্রতি ভালোবাসা, ভালোবাসা
ভাব জন্মে দিয়েছে ?
আয়নার সামনে দাড়িয়েঁ আজি প্রথম
নিজেকে একটু তোমার তোমার ভাবতে ইচ্ছে করছে
তবে কি আমিও তেমার প্রেমে……লজ্জাও লাগছে
কিন্তু আমিতো পাল্টে যাচ্ছি !!!
এমনতো কখনও হয়নি,
আমি শীতের কুয়াশাঘেরা সকালেও
দিব্বি সাইকেল মেরে দুই ক্রোশ পথ পারি দেই
রোদ ওঠার আগেই তোমার দৃষ্টির সীমানায়
হাজিরা দেই বোকা, হ্যাবলা যুবকের মত
শুধু তোমার ঐ দৃষ্টিটুকুই আমাকে….
এই আমাকে সারা…. রাত বসিয়ে রাখে ।
সেই বোকা ছেলেটা আজ প্রেমে পড়েই গেল
তোমার অবাক করা সরলতা মাখা
কিশোরী কিশোরী চেহারার প্রেমে….
তুমি আমার নির্ঘুম রাত্রির কারন হয়ে ।
রচনাকাল ০৫/১১/২০১৩ ইং (রাত ১১.৩০ মিনিট)