Top today
মায়ার পাহারায় এক জীবন নিঃশ্বাস
তুমুল জ্যোস্না ঝরা বিছানায় আলোকিত মমতা,
পাশে নিমগ্ন কন্যা অকৃত্রিম মায়ার পাহারায়….
প্রাণের সব আকুতি বর্ণিত হয়ে যায় এই মৌনতায় ;
যে ক্ষণের পবিত্রতা ঈশ্বর সমতুল্য,
শব্দের কোন মায়াজালে ধরে রাখবো সেই যাপিত চিত্র !
বেড়ে যায় যদি এভাবে থেকেই পৃথিবীর বয়স –
খুব কি বিরক্ত হবে এতে নিঃশ্বাসের হিসাবরক্ষক ?
২১.৯.১৩