Top today
গত কাল ‘পাপড়ি ঝরা’ কবিতা যুগান্তরে প্রকাশ হয়েছে
পাপড়ি ঝরা
কার্তিক অগ্রহায়ণের কি হাওয়া লেগেছে
শস্য শ্যামল মাঠে,কাশফুল উড়ছে দুলছে-
লাল টুক টুকে ফুটা গোলাপ কেন ঝরছে?
দুল দেওয়া ফসলের আনন্দ উল্লাস হারাছে।
দৃষ্টির পাতে পাঁপড়ি ঝরা কাশফুল আর কাশফুল
হেমন্ত জুড়ে লাল সাদা মেঘের দল ঘুরছে।
সবুজ মেঘের কোন আঁচ নেই, বাঁশ নেই?
শীতল নদে অথৈই জল আর লোনা ¯ স্রোত বয়
ভেসে যাচ্ছে হাজার তাজা ফুলের পাঁপড়ি-
মৌ মৌ গন্ধ কোথায় তার! কে ছড়াবে ?
সু- গন্ধ ভরা হেমন্তের ফসল? পাবে কি আবার
নবন্নের উৎসব মুখর বাহার! নাকি কালো
মেঘের সাথে লুটোপুটি হবে ধূসর আঁধার-
না ! সে এক গন্ধ ভরা ফল, ব্যথার সুখ নিয়ে
ভাসবে না তো,হেমন্ত বাতাসে পূর্ণিমার প্রহরে,
তবু হেমন্ত ছুঁয়ে যাক! নতুন ফসলের গন্ধে গন্ধে।