Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

“প্রতারক আলো”

: | : ০৭/১১/২০১৩

একদিন প্রলেপ খসে পরবে
হবে সত্যের উন্মোচন।
ঢেকে রেখেছে আজ যা
অজুহাতের রং মাখা বচন।

অবরুদ্ধ করেছে দৃষ্টিগতি
মাত্রারিক্ত আলোর ঝলকানি।
ভুলিয়ে দিয়েছে সাদা কালো’র প্রভেদ
মায়াজালের সম্মোহনী।

রঙিন সামিয়ানায় ঢাকা অনুভূতির আকাশ
মনগড়া আবহাওয়া বার্তা।
কত আদ্র মেঘ জমে গেছে;
সামিয়ানায় আটকে গেছে খবরের আত্মা।
আলগা আলোয় প্ররোচিত অনুভূতি
লাল নীল প্রতারক আলোর সাজ।
আসল রূপ ঘুম পাড়িয়ে
বর্ণচোরার অধিরাজ।

একদিন প্রতারক আলো নিভে যাবে
ছিঁড়ে খসে পরবে সামিয়ানা।
উন্মোচিত হবে অনুভূতির বুক
খোলাসা হবে প্রতিটি কোণা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top