Top today
ওরে ও হিন্দু মুসলিম খ্রিষ্টান ভাই-
আল্লা খোদার দুনিয়ায়
উচু নিচু ধনী গরীব,
ভেদাভেদ নাই।।
আমির ফকির মিসকিন কে বা
কে বা সাদা কালো
সত্য সুন্দরের পথে যারা জনম ধরে টিকে থেকে
কালোতে জ্বেলেছে আলো
তাদের তুলনা নাই ।
এই আছি এই নাই
আজ আছি কাল নাই
মরার আগে মরলে তুমি পাবে দেখতে
স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়।
যে দুনিয়া দুনিয়া করে তুমি আমি পাগল
দকে কবে নিয়েছে গো দুনিয়ার দখল
পাগল সবে পাগল ।
হাতে তো সময় নাই
চল তওবা করে সালাতে খাড়াই,
চোখের জলেতে সিজদা ও মোনাজাতে
মুক্তির আশে ক্ষমা চাই ।