Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পান্তা খাবো ডাইনিং টেবিলে

: | : ০৭/১১/২০১৩

এসেছিল পহেলা বৈশাখ
বাহিরে ইলিশ পান্তা খাওয়ার সময়
শহুরে পান্তা খাদক ফুটপাতের বাসিন্দারা
অবাক ও প্রশ্নবোধক চোখে তাকালে
অবচেতন মনে বলেছিলাম আজকেই শুধু।

ইটের গুমোট থেকে গিয়েছিলাম জনসমুদ্রে
কুঁড়ে ঘরের চাল ভেদ করে আসা
বৃষ্টির ফোঁটায় গ্রামের যারা ভিজে যায়
তাদের অন্নের স্বাদ নিতে।

যারা খায় নিত্য পান্তা
তারা কাঁচামরিচ আর পেঁয়াজ পান্তা খায়
পাগল বলে ছাতু খাবা তো গুড় পাবা না
গুড় হলে তো পথের ধুলাও খাওয়া যায়।

পহেলা বৈশাখ হয়েছে পার
পান্তা খাওয়ার দিন হয়নি শেষ
আলোক সজ্জিত ষ্টেজে নয়
নয় কোন মেলায় কিম্বা শুধু নয় বটমূলে
এবার পান্তা খাবো ডাইনিং টেবিলে।

সকালের নাস্তায় কিম্বা দুপুরে
একদিন নয় শুধু
পান্তা খাবো প্রতিনিয়ত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top