Top today
মিনতি
জানি বাবা তুমি ফিরে আসবেনা আর!
আর কিছুই নেই আমার হারাবার,
আমার আমিতেই তোমাকে
খুঁজে পাই বারবার।
হৃদয়জুড়ে শুধু হাহাকার
হারিয়েছি শ্রেষ্ঠ বন্ধু আমার,
বাবা দিবসে তোমায়
কী করে দিব উপহার!
জান্নাতবাসী যেন হও তুমি বাবা;
চোখের জলে দু’হাত তুলে
দরবারে বিধাতার,
এ মিনতি জানাই
প্রতি দিবসেই লক্ষবার।