Top today
নাতে রাসূল (সা)
হে রাসূল ,
আমার আপনার চেয়ে অধিক ভাল
বেসেছি তোমায়
ফুটিয়েছি তোমারি কুসুম আমারি
চিত্ত বাগিচায় ।।
যত ডাকি তোমায় ভালবাসি যত
আকুল হয়ে যাই হেরিতে অবিরত
তোমাতে শত মধু কস্তুরী সুবাস মাখা
দিও গো হাবীব তুমি স্বপনে মোরে দেখা
বাড়ি গাড়ির মোহতে , ললনার রুপেতে
মন কভু ছুটে নাহি যায় ।
ঐ ……………………।।
তোমার প্রেমের পাগল আমি
জানে ঐ নিশি জানে শশী
জানে মোর অন্তরযামী
তোমারে কত ভালবাসি
অধম আমি দৈন্য আমি
কেমনে যাইব মদিনায় ?
ঐ ………………………।।