কিশোরী ।
কিশোরী, তোমার চেহারাটা
কেমন যেন বদলে যাচ্ছে,
দিনের আবর্তে তোমার সরলতায়
বিষন্নের হাতছানি !
তবে কি তুমি
পুতুল খেলার কথা
এখন আর ভাবছোনা…?
ছোট্ট বুড়ি পুতুলটা কিভাবে
মায়ের আদর দেয়
কিভাবে তুমি টিপ একেঁ দাও
সেই তোমার প্রিয় বউ
পুতুলের কপালে…..
তোমার মনে কি
বাবার আদর, মায়ের খুনসুটি
দোলা দেয় না ?
কত ঘুরেছো দুটি বেনী করে
তেমার বাবার কাধেঁ চড়ে,
মা দুধ নিয়ে এলে গ্লাসে করে
তোমার অসহ্য মাখা মুখ ভেংচি
এখন আর দেখিনা….
ছোট্ট ভাইটির মুখের তো তো কথা
তুমি কি আর স্পর্শ করোনা….
তুমি কেমন যেন পাল্টে যাচ্ছো
সময়ের আবর্তে……
কিশোরী, তেমার চেহারাটা
কেমন যেন বদলে যাচ্ছে
তবে কি তুমি
অপসংস্কৃতির দ্রোহে জ্বলছো,
সারদিন ভিনদেশী চ্যানেলের
উগ্রতা তোমাকে নগ্ন স্পর্শ দিচ্ছে…?
নাকি নেশায় আসক্ত হয়ে
জীবনকে অতিষ্ট করছো ?
নাকি তোমার মধ্যে
অসময়েই নারীত্বের জটিল রসায়ন
স্ফুলিঙ্গ ছড়াচ্ছে….?
কিশোরী, তেমার চেহারাটা
কেমন যেন বদলে যাচ্ছে
এমনটা দেখে আমরা অভ্যস্থ নই
তোমরা সেই আগের মত হও
দৌড়, ঝাপ লাফালাফিতে
বাড়ির উঠোনে সেই নুপুরের ঝলকানি
পুতুল খেলার জন্য
তোমার আমরন অনসনভাব,
বিরক্তির পরও তোমার উপর
মায়ার কমতি ঘটায়নি,
তোমরা ফিরে আসো সেই
আগের মত, সেই উচ্ছল দৃষ্টি
চুল নাচিয়ে এলোপাথারি মাখামাখি
আমি বড় বেশী মিস করি
ছোট্ট কিশোরী,
তোমরা যেন বদলে যেওনা
কালের আবর্তে, অপসংস্কৃতিতে
অথবা নেশার আসক্তিতে
তোমরা সরলতার কিশোরী……।
(সাঈদ চৌধুরী)
রচনাকাল ০৯/১১/২০১৩ ইং (দিন ১১.৩০ মিনিট)