রাখব না আর মুখ বন্ধ করে বলব কথা দেশের তরে, সত্য কথা বলে যাব, রইব না আর পিছে পড়ে।
সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাঁধা দিব, গরীব দুঃখীর পাশে রইব সব ভেদাভেদ ভুলে যাব।
প্রভু তুমি সহায় থেক এই হলো মোর প্রার্থনা, জীবন থাকতে দেশের ক্ষতি হতে আমি দিব না।