Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

শপথ

: | : ১০/১১/২০১৩

EPSON MFP image

রাখব না আর মুখ বন্ধ করে
বলব কথা দেশের তরে,
সত্য কথা বলে যাব,
রইব না আর পিছে পড়ে।

সৎ কাজের আদেশ এবং
অসৎ কাজের বাঁধা দিব,
গরীব দুঃখীর পাশে রইব
সব ভেদাভেদ ভুলে যাব।

প্রভু তুমি সহায় থেক
এই হলো মোর প্রার্থনা,
জীবন থাকতে দেশের ক্ষতি
হতে আমি দিব না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top