Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হে বাংলাদেশ,

: | : ১০/১১/২০১৩

হে বাংলাদেশ, ভুলে কী গেছ নূর হোসেনের কথা ?
রোদ্দুর বুকের রক্ত ঢেলে দিয়েছিল সে প্রাণ
রেখেছিল তোমার মান
কী দিলে তুমি তার ব্যথার উপহার ?

হে বাংলাদেশ, এরা কারা ?
চির সত্যকে ঢাকিছে মিথ্যের পোশাকে
মিথ্যেকে জাগিছে সত্যের অবকাশে !
তা দেখে মুচকি হাসে সহাসে প্রকাশ্যে ।

হে বাংলাদেশ, তোমাকে স্বাধীন করেছিলাম,
দিয়েছিলাম স্বাধীনতা; কিন্তু কী পেলাম !
আজো তোমার ছেলেরা গণতন্ত্রের জন্য রাজপথে রক্ত ঢালে ।
আজো নারীরা ঘরে বাইরে সম্ভ্রম হারায়ে আত্মহণনে বাঁচে ।
আজো শকুনেরা হায়েনারা গরীবের রক্ত চুষে খায় ?
আজো সত্যিকারের প্রেমিকারা দেখে প্রেমিক –খাবার নাই।

হে বাংলাদেশ, সালাম রফিক শফিক জব্বার
তোমার জন্য আসিছে আসবে ফিরে বারবার
আমাদের প্রাণের প্রিয় এ বাংলাদেশের বাংলায়
তোমার ভয় নেই দ্বিধা হয়ো না একটিবার
আমরাও ঘুমাইনি জেগে আছি লক্ষ নিযুত কোটি বার
হুশিয়ার সাবধান হও এদেশের শত্রুরা এই বার ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top