Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পড় যদি মোর একটি কাব্য

: | : ১০/১১/২০১৩

হুমায়রা আমি তো কবি নই
কাব্যিক ভাষা পাব কই ?
ভাঙ্গা চুরা কাটা ছেড়া কিছু বর্ণ জোড়া লাগাই
এভাবেই মনের শব্দগুলো এলো মেলো সাঁজাই ।

হয়তো কাব্যের স্থান পাবেনা মোর কথাগুলো
তাহাতে হৃদয়ে যাতনা নেই এক চুলো
যদি বইয়ের পাতার হয় অযোগ্যতা
এটাকে বলিবনা আমি ব্যর্থতা ।

যদিও মোর কথাগুলো ময়লার স্তুপে গড়াগড়ি খেলে
কেহ যদি জগাখিচুরী কাব্য ছড়া বলে
আমার কিছুই আসে যায়না
দিবা নিশি করি একটি কামনা ।

পড় যদি মোর একটি কাব্য
আমি পরম ধন্য হব
ভুলে কিংবা আপন ইচ্ছায়
লিখে চলছি সেই আশায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top