সচরাচর যেমন হয়
কবিতার শুরুটা এভাবে
যেমন ধরো,
সে অনেক সুন্দরী
তাকে আমি কখনই পাব না
সে বাসবেনা ভাল
আমার মত একজনকে।
তোমরা প্রশ্ন কর;
তাকে কী জানিয়েছো
তোমার মনের কথা ?
সে কী জানে
তুমি তাকে ভালবাস ?
আমি বলি
নাহ, জানাইনি তাকে
কিন্তু হয়তো সে জানে
আর কীই বা বলবো গিয়ে
সব প্রশ্নের উত্তর তো
আমার জানা,
বলো
যে প্রশ্নের উত্তর জানা
সে প্রশ্ন করা কেন ?
এতো ক্ষতের উপর ক্ষত করা
এ যেন আগুনের উপর
জলের পরিবর্তে
পেট্রোর ঢালা,
তোমরা বলো
প্রেমের বেদনার কোন সীমা নাই
না আছে কম বেশি চেতনা…..
যতো ঢালো এ বেদনা বেদনাই…
তা তোমাকে সমভাবে আহত করবে,
আর বলেই দেখো
হয়তো হতেয় পারে দেবীর কৃপা;
আর যদি সে নাই ভালোবাসে!
তাহলে প্রিয়ার আঘাতেই হোক
বেদনার উত্তরন ।
আমি ভাবি,
যেমন বিষে মারে বিষ
হয়তো তেমনি
বেদনাই হানিবে আঘাত বেদনারে;
আর নাই যদি টুটে বেদনা
আলিঙ্গন করুক এ জীবন
মৃত্যুর অসীম সৌন্দর্যকে ।
30-06-12
বিঃ দ্রঃ এ কবিতা আমার জীবনের কাহিনী নয়। ধন্যবাদ অনেক অনেক।