Top today
বৃষ্টি
মেঘ ভাসলো বৃষ্টি আসলো
গড়ীয়ে পানি যায় ,
ছোট ছেলে হেসে খেলে
দিন তার কাঁটায় ।
খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
কাঁচা রাস্তায় পাঁকা রাস্তায়
আনন্দে সে চালায় ।
মেঘ ভাসলো বৃষ্টি আসলো
গড়ীয়ে পানি যায় ,
ছোট ছেলে হেসে খেলে
দিন তার কাঁটায় ।
খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
কাঁচা রাস্তায় পাঁকা রাস্তায়
আনন্দে সে চালায় ।