Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টি

: | : ১০/১১/২০১৩

মেঘ ভাসলো বৃষ্টি আসলো
গড়ীয়ে পানি যায় ,
ছোট ছেলে হেসে খেলে
দিন তার কাঁটায় ।

খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
কাঁচা রাস্তায় পাঁকা রাস্তায়
আনন্দে সে চালায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top