Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অজ্ঞাত কবির কথা

: | : ১০/১১/২০১৩

দুঃখ আমার কে জানবে এ নিভৃত হৃদয় আকছারে

যত আঁকিবুঁকি বেদনার দুর্বোধ্য ভাষায় অপাঠ্য সে গাঁথা পৃষ্ঠা !

শুধু কি আমারই ঈপ্সিত ইচ্ছে,ধারাপাতের বৃষ্টি ছড়ায় তোমাদের মেঘলা দিন

কিম্বা অবোধ ভোরের কুয়াশা ভাষায় আমার জাল শরীর !

 

যতই লিখে যাই পাতার পর পাতা,যতই নিরালা রাত জাগার ব্যর্থ আতুরতা,

ভালবাসার স্বপ্ন আঁকার জেগে থাকা লেখনী,

এক বারও পড়ে কি দেখেছ–সে রাত্রি জাগা লেখক কি ধরেছে লেখনীতে ?

–নীল দুঃখ ? বিষ পেয়ালা ? কিম্বা বুকের বেদন ?

 

সে লিখেছে কথাও বেড়ী নেই–চিহ্ন নেই চুম্বক এ পৃথিবীর–

যে পাখী আকাশে ওড়ে–কোথা তার ছায়া পথ ! ক্লান্ত ডানায় ধরা তার ছায়া বেদনা–

যেখানে ছেপে থাকে ভাষার রূপান্তর–আমি দুরের চিলতে আভায় মন ভরে লিখে রাখি জীবনের কবিতা।

 

সে ছিন্ন পাতার ভাঁজে দেখো কত ভাষার প্রলাপ,অবহেলে উড়ে যায় পৃষ্ঠার সংলাপ।

তবু তুমি ভাবনি সেই কবি এঁকে ছিল তোমার স্বপ্ন দীঘল চোখ,ছুঁয়ে ছিল তোমার নিঃশ্বাস তাপোষ্ণতা–

সে নিশীথে তুমি ভাব নি কখনো সে অজ্ঞাত কবির কথা !

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top