Top today
অব্যক্ত বেদনা
তোমার আকাশে আজ লক্ষ তারার মেলা
সেখানে আমার জায়গা হবেনা জানি
তারপরও এই অবুঝ আমি
বারবার ফিরে আসি
তোমার কাছে ।
তোমার ভালবাসা ছাড়া আমি যে প্রাণহীন
তুমি কি কখনোই তা বুঝতে পারবেনা
আজো পথ চেয়ে বসে আছি
আমি তোমার প্রতিক্ষায়
দুচোখ মেলে।
আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম নিরালায়
ভালবাসার ঘর বাঁধার সপ্ন সাজিয়ে
তোমার কথা ভেবে ভেবে
রাত্রি কেটে যায়
নিদ্রা আসেনা ।
( একটি অসম্পূর্ণ অব্যক্ত বেদনা ।)