Top today
আসুন, বসি সংলাপে…..(ফেসবুকীয় ফান পোষ্ট)
পেইজ দেন, লাইক দেই 🙂
গ্রুপে নেন, লিভ নেই 😀
ট্যাগান, সেল্প ফোটো :/
আনফলো, রিমোভ দুটো 😛
ইনবক্সে, লাইক প্লিজ
ইয়েস, লাইকড দিজ (y)
ভেবে বড়, করলে ফলো
খুশি না হয়ে পারি কি বলো? 🙂
রিকো পাঠালে, পিএম সেন্ড
লেইট হলে, রিকো দি এন্ড 🙁
ভদ্রতায়, না হলে চ্যাট ^-^
রেসপন্স নাই, যতই ক্যাট ক্যাট :
ফালতো কমেন্ট :X
ঘ্যাচাং ঘ্যাচ, সেই মোমেন্ট
লেখা, নো কপি পেষ্ট
শেয়ার ইজ দা বেষ্ট (y)
আর কি, কিছু থাকল বাকি
হুম, আছে, পোকাপোকি;
দিনে কি রাইতে দিলে পোক
রিটার্ণ নাই, উল্টা খাবেন নিজেই দুখ 🙁
ব্যথা নাই, মিছেমিছি
অতএব, নো খোঁচাখুঁচি :X
তো; আসেন, বসি সংলাপে
ব্যক্ত মতামত, ঝাঁঝালো আলাপে 😀
সার্থক হউক, ফেসবুকীয় সংলাপ
বোকা, যারা পড়ছেন এই পাগলের প্রলাপ….. 😛
হি হি হি হি….. 😛 😀 😛