Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

গুড়ো করে দাও

: | : ১২/১১/২০১৩

‘কলিজার টুকরাডারে থাবা দিয়া দিয়া গেল হায়েনা;
আমি পথ চেয়ে ছিলাম, পথ চেয়ে ছিলাম,
সময় ফুরাইয় গেল, সময় ফুরাইয়া গেল;
জীবনের বাকী সময় খাইয়া গেল হিংস্র হায়েনা।’

এ আহাজারি প্রতিদিনের,
প্রতিদিন কোন না কোন পিতা মাতার
কলিজার টুকরা কেড়ে নেয় হায়েনা।

এ কোন হায়েনা?
এরা কেন হায়েনা?
এরা কারা?

: এরা মানুষ বহনকারী গাড়ি হাকিয়ে যায় প্রচণ্ড গতিতে।

এরা কারা?

: এরা অধিকারের নামে আগুন দেয় মানুষের উপর।

এরা কারা?

: এরা নেশাগ্রস্থ হায়েনার মত ছুটে চলে পালনকারীর আদেশে।

এরা কেন অধিকার পায়?

: হায়েনার পালনকারী স্বর্গলোভী মর্তের শয়তান।

এরা কেন অধিকার পায় আগুন দিতে?

: পালনকারীর বাস রাজকীয় বাস ভবনে।

এরা কিভাবে এমন নেশাগ্রস্থ হয়?

: স্বর্গের মদিরা তাদের কপালে আঁকে রাজকীয় সন্ত্রাস।

এদের কেন কিছু হয় না?

: ইবলিশেরও কেউ করতে পারে না কিছু।

তবে, তবে কি!

: ধ্বংস করতে হবে ঐ সৃষ্টিকর্তাকে।
গুড়ো করে দাও পালনকারীর মস্তক।

১১.১১.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top