Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ক-খ- গ

: | : ১২/১১/২০১৩

‘ক’ বলে ‘খ’ বড়ই খারাপ
বকে শুধু মিছেই প্রলাপ
তুচ্ছ কারনে ঝগড়া করে,
নীতি হীন সব বায়না ধরে ।

‘খ’ বলে ‘ক’ বড়ই পাকা
ভাবছে আমায় মূর্খ বোকা
তুমি আমায় দাওনি ধোকা ?

গ মানে ‘গণ’
গভীরে মহাতল, উচুতে গগণ ।
‘গ ‘ মানে একা নই,
অটল,ভংগূর নই ।

খ এর কন্যা ক-কে কয়
কাক তো কোকিল নয়
নিজ পোশাকে থেকে
কেন শুধু কুউ কুউ ডাকে ?

ভেংগে যাবে এলে ঝর
খড়কুটোর বোনা ঘর
গ যদি গরম হয় বিপদ আছে তবে
ক-খ রেহাই নাই ঠাঁই হবেনা ভবে ।

ক বলে কবিতা খ পড়ে খবর
ক বলে তুই খারাপ খ বলে তুই
গ বলে উভয় খারাপ বিপদে আছি মুই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top