মায়ের মত আপনজন
এই ভুবনে নাই,
মায়ের কাছে থেকে
ভালবাসা পাই।
মায়ের মত কারো চোখে
নয়ন বারি ঝরে না,
এমন আদর সোহাগ
কেউ কখনো করে না।
মায়ের মত এমন কষ্ট
কেউ সহ্য করে না,
মায়ের এমন প্রেম-প্রীতি
কেউ কখনো বুঝেনা।
লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি সর্বমোট মন্তব্য: ১ টি নিবন্ধন করেছেন: মিনিটে