Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“ওরা নষ্ট অণু”

: | : ১২/১১/২০১৩

পুরনো চালে ভাতে বাড়ে মুরব্বিরা কয়,

কথা কিন্তু অতি খাঁটি ফেলে দেবার নয়।

নয় তো খাঁটি এ কথা যে চাল গেছে পচে।

এক পয়সাও পাবে না সে চাল হাটে বেচে।

দুর্গন্ধ-শ্যাওলা পরা;পচাগলা চাল।

পেটে গেলে বুঝবে তখন কি হয় তোমার হাল!

সকাল বিকাল বদনা নিয়ে করতে হবে সাধনা।

প্যান্ট খুলে বসার মত সময়টুকুও পাবে না।

ফেলে দাও ঐ চাল;ডাস্টবিনের হোক খোরাক।

পচা চালের প্রাপ্য নহে আদর-প্রীতি-সোহাগ।

 

পুরনো নেতা আছেযত পচেগলে নষ্ট,
তাদের তরে আশা করাধ্যান ধারণাই ভ্রষ্ট।
নষ্ট অণু-
ছোঁয়াচে ওরা;ছড়িয়ে দিবে সমাজে,
ধ্বংস কর চিরতরে লাল আগুনের পরশে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top