Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি খাব

: | : ১৩/১১/২০১৩

জুস খাব না কোক খাব না
খাবে তুমি কি ?
কমলা লেবু খাব আমি
আছে ভিটামিন সি ।

বোল খাব না শোল খাব না
জাতীয় মাছ তাও ;
কৈ মাছে অনেক স্বাদ
একটু সোনা খাও ।

না , না , না , খাবো না
খাবে তুমি কি ?
মলা ঢেলা কাচকি
আর বাতাসি ।

গাইয়ের দুধ আর ডিমে আছে
অনেক প্রোটিন ,
বলো মা দিবে নাকি ?
আমায় প্রতিদিন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top