Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

শেলী

: | : ১৩/১১/২০১৩

ক্লাস ফাইভের ছাত্রী আমি
নাম আমার শেলী ,
ভালবাসি গোলাপ , চাঁপা
ভাল লাগে বেলী ।

পিতা মাতার এই আদেশ
লেখা পড়ায় করি ভালো ,
প্রতি দিন স্কুলে যাই
ভবিস্যৎ হবে আলো ।

বেলী ফুলের সুবাস মেখে
পড়তে বসি রোজ ,
রুটিন মতো লেখা পড়া
নইলে নেন খোঁজ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top