Top today
শেলী
ক্লাস ফাইভের ছাত্রী আমি
নাম আমার শেলী ,
ভালবাসি গোলাপ , চাঁপা
ভাল লাগে বেলী ।
পিতা মাতার এই আদেশ
লেখা পড়ায় করি ভালো ,
প্রতি দিন স্কুলে যাই
ভবিস্যৎ হবে আলো ।
বেলী ফুলের সুবাস মেখে
পড়তে বসি রোজ ,
রুটিন মতো লেখা পড়া
নইলে নেন খোঁজ ।