Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হাঁসের জীবন

: | : ১৪/১১/২০১৩

সারা দিন পানিতে ভাসাতে স্বাদ নেই

তুমি পেলেও পেতে পার

‘টুপটাপ’ ‘টুপটাপ’ শব্দ কানের কাছে আর কত

এবার অন্যজীবন কামনা কর

সারা দিন রৌদ্রদগ্ধ-বৃষ্টিস্নাত শেওলার গন্ধ

তোমার কী মনে হয়, এটাই উন্নত জীবন?

আমি ত কোনো স্বচ্ছন্দতা খুঁজে পাই না!

বাঁশের চূড়ায় আছে অনেক সুখ–

কত স্বাধীন ওই বলাকাটা!

ডুমুরের তলে ডাহুকের আড্ডাটায় শিহরিত মন

কী আছে বল ত শুনি হাঁসের জীবনে?

কত সুখ চিলের রাজ্যে–আকাশে উড়ার

পৃথ্বীরাজের ঘোড়াগুলো দেখেছ?

কী আনন্দে লাফায় মাটির বুকেতে!

১৮ চৈত্র, ১৪১৮–

মানামা, আমিরাত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top