Top today
বিজ্ঞাপন
কেউ কথা দিয়ে
ফিরিয়ে নেয়ায়
তুমি কী কখনো কাঁদোনি ?
হাত কেটে, পুড়ে
ঘেমে নেয়ে কোন
যুবকের ভাত রাঁধোনি ?
সোহাগী হাতের
ছোঁয়া পেয়ে খোলা
এলো চুল তুমি বাঁধোনি ?
কারো বুকে মাথা
রেখে কোন দিন
কেমন লাগে তা দেখোনি ?
দুঃখ দিয়ে কেনা
এ রকম সুখ
পেতে যদি চাও
কাছে চলে এসো এখনি !