Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

এলিয়েনের ছা

: | : ১৫/১১/২০১৩

চমকে উঠে বাবলু ভীষণ,ঘরে দিয়েই পা
দেখে কোণের তাকের কাছে,এলিয়েনের ছা
কখন এলো, কি সমাচার,কিছুই জানা নেই
হটাৎ রাতের ঘটনা এক,পড়লো মনে যেই
বুঝতে বাকি রইল না আর ঘটতে যাচ্ছে কি
কে রে তুই?নাম কি রে তোর ?এলিয়েনের ঝি ?

পড়লো মনে বাবলু আর রতন মিলে কাল
কোত্থেকে এক ”সময় যন্ত্র ” পেয়েছিল লাল ।
দেখতে ঠিক বলের মতো,ছোট্ট আর আদুরে
ফল ভেবে তা কামড়ে ছিল নিম গাছের এক বাদুড়ে ।
দেখতে পেয়ে বাবলু রতন তুলে নিয়ে যতনে
ঘরের কোণে লুকিয়েছিল, ভীষণ রকম গোপনে ।

এখন তবে কি করা যায়, নিয়ে এই ভিন গ্রহচারী
ছোট্ট সেটা , ভিতু যে খুব, বিপদ হল ভারি !
থাকবে কোথায় ? খাবে টা কি ?কোন ভাষা যে জানে ?
ভাবতে ভাবতে দুই ভাইয়েরই ভিজল মাথা ঘামে ।
চিঁ চিঁ করে কি যে বলে,বুঝে না ছাই কিছু ,
ধাতব একটা ভোতা আওয়াজ ছাড়ছে না যে পিছু ।

ঠিক তখনি বাবলু যেন, কেঁপে উঠে থরথর
মায়ের ডাকে ঘুমটা ভেঙ্গে উঠে বসে ধরমর ।
কচলে দুচোখ কোণের দিকে তাকিয়ে দেখে, হায়!
লাল রঙের ফুটবলটা যে পড়ে আছে ঠায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top