Top today
নীল সে উপল রেখা
যে মাছি মারব বলে
সমস্ত বিষ একত্র করে ছিলাম
পীড়ার যন্ত্রণা ঘুণ পারিনি মুছে দিতে
মশার কবলিত প্রাণাহুতি যদি গুনে দেখো
সেই বিষাক্ততার খোঁজে বিষ দাঁত থাকা সহস্র অবয়ব
বিষাক্ত গোপন রন্ধ্র ছুঁয়ে মিশে ছিল রক্ত কণিকা !
জানি সে সংক্রামক দেহ–বিষহীন,তবু বিষধর
নেই সে কষ্টি পাথর—কিম্বা মন্ত্রের দৌরাত্ম্য
নীল সে উপল রেখার যন্ত্রণা,
রক্তের ধারা বহে যতদিন বেঁচে থাকি
এই মাছি,মশা,আমি ও তুমি।