Top today
একের ভিতরে দুই
পৃথিবী ঘুরছে
পুরনো ধ্বংস হচ্ছে নতুন করছে আত্মপ্রকাশ
ছুটছে মানুষ
চলছে জীবন যুদ্ধ
কেউ জয়ী হচ্ছে কেউ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক
মানুষ হয়েও কেউ বা মানুষেরই জন্য ঝরাচ্ছে ঘাম।
মানবের কর্ম দেখি জীবজন্তুর কাজও চোখে পড়ে
কথা শুনি মানবের আবার পশুর ডাকও শুনতে পাই
বিবেচনার দ্বারা কিছু মানুষ চালিত না হয়ে
চালিত হয় কৌশলে।
কথা-কাজের যুক্তিবোধের মাপকাঠিকে শৃংখলিত করে
শিকার ধরার জন্য জীবজন্তুর
ওত পেতে বসে থাকার স্বভাব নিয়ে
কিছু মানুষ হয়েছে একের ভিতরে দুই।