Top today
“নির্বাক অর্থ”
শূন্য’র ও মূল্য আছে
যদি থাকে অংকের মাঝে।
নিরবতারও একটা অর্থ আছে
যখন স্মৃতি থাকে পাশে।
ঠোঁটের কোণের বাঁকা হাসির
অর্থ আছে খুক খুক কাশির।
সৈকতে দাঁড়িয়ে অপলক দৃষ্টি
মানে খুঁজে অপরূপ সৃষ্টির।
ঈশান কোণের গোমরা নিশ্চুপ কালো মেঘ;
যারা বুঝে তাদের মনে জাগে উদ্বেগ।
হাত তুলে দাঁড়িয়ে থাকে ট্রাফিক।
অবশ্যই অর্থ আছে আক্ষরিক।
হাওয়ার গতির নির্বাক তারতম্য।
খুঁজে দেখো কি তার মর্ম?
ধ্যান করে ঋষি চক্ষু বুজে
ব্যস্ত তিনি আত্মার খোঁজে।
নির্বাকেরও একটা ভাষা আছে
হৃদয়ের অনুভূতির কাছে।