Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নের ফেরিওয়ালা

: | : ১৭/১১/২০১৩

আমি এখন স্বপ্ন বেচে খাই
ক্ষুধার তাড়নায় কেজি দরে স্বপ্ন বিক্রি করি ভাঙ্গারী দোকানে
যে স্বপ্নগেুলো মাঝে মাঝে বুকের ভিতরে চিনচিন করে
মোচড় মেরে কুঁকড়ে ওঠে দীর্ঘশ্বাস।

আমি স্বপ্ন বিক্রি করি পাইকারী দরে ফুটপাতে বসে
ছেঁড়া জামা, পুরান শার্টের সাথে বিক্রি করি আমার ধুসর স্বপ্ন
কালবৈশাখী এক ঝড়ে যা ভেঙ্গে পড়েছে হৃদয় মাঝে।

আমার সাজানো স্বপ্নগুলো এখন ফেরি করে বিক্রি করি দুয়ারে দুয়ারে
তোমরা আমার স্বপ্নগুলো কিনে নাও, কিনে নাও
বিনিময়ে বসতে দিও তোমার শীতল পাটিতে
একটু শান্তিতে থাকতে দিও, ঘুমাতে দিও তোমার মাটির ঘরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top