এবং
এবং আমি প্রেমে পড়লাম
এবং হলাম আদর্শপগতভাবে বিদ্ধ্যস্ত।
সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ হানা দিয়েছিল উদ্যানে,
সবার পিছু নিয়েছিল রুপালী জ্যোৎস্না।
এবং আমি প্রেমে পড়লাম,
কিন্তু কে যেন ডেকে বলল, ‘অধরার পিছু নিছ না।’
তাকে আমি আগেই চিনতাম,
তার গায়ে ছিল পূর্ণিমার জ্যোৎস্না।
হাসি ঝরছিল কোন সে আহ্ববানে,
যার আকুলতা অ্যাফ্রোদিতির মনে,
রুপের দোলাচলে অ্যাদোনিস হারায় নিজেরে সময়ের ব্যাবধানে।
এবং আমি প্রেমে পড়লাম,
তার করস্পর্শ স্তব্ধ করেছিল সময়ের ব্যাবধান।
এবং আদর্শগতভাবে চুরমার হলাম,
ভাবি বনের পাপিয়া কোন কালে শেষ গেয়েছিল জ্যোৎস্নায় গান।
এবং আমি প্রেমে পড়লাম,
হাতে হাতে রেখে চললাম হেঁটে জ্যোৎস্নার পথে।
জ্যোৎস্নাস্নাত অধরের হাসি ভাসায় পৃথিবী,
কোন সে যুগে এসেছিলাম আমি, এই শুধু ভাবি।
এবং আমি বিদ্ধ্যস্ত
আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রেম অজানায়।
তার ভালবাসা পাপিয়ার সুর হয়ে বাজছে অবিরত।
আর সে আসলেই আমাকে বাসে ভালো,
যার রুপ জ্যোৎস্নার আলো।
এবং আমি প্রেমে পড়লাম কিন্তু বিদ্ধ্যস্ত-
আলেয়ার আলো পেছনে টেনে নিয়ে যেতে চায়।
কিন্তু আমি ধাবমান
জ্যোৎস্নার পথে
সময়ের সাথে,
তার সাথে-
যার আলিঙ্গন জ্যোৎস্নার ছোঁয়াভরা।
এবং পিছনে তাকাই
এত আলোতেও অন্ধকার,
ভয় পেয়ে যাই, কেঁপে উঠে দেহ।
কি হচ্ছে বুঝিনা, কি করব বুঝিনা।
আনমনেই আবার সামনে পা বাড়াই
ধীরে ধীরে মিশে যাই পূর্ণিমার চাঁদে।
এবং আমি প্রেমে পড়লাম
এবং আদর্শগতভাবে বিদ্ধ্যস্ত
কিন্তু কোন সে বাঁধা রুখবে আমায়!
এবং সময়ের চাঁপে আমি বেয়াল্লিশে,
সকালে বের হবার সময় মেয়ে বলেছিল বই কিনে নেবার কথা,
স্ত্রী বলেছিল সময়মত ফিরতে, ক্রিকেট ব্যাট ছিল ছেলে আবদার।
এবং আমি প্রেমে পড়লাম,
এবং আদর্শগতভাবে হলাম বিদ্ধ্যস্ত।
১৬.১১.১৩, রমনা, ঢাকা।