Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভূশ্রেষ্ঠ্র মানবী

: | : ১৭/১১/২০১৩

বাইরে চাঁদের আলো গলে গলে পড়ছে
আমি আকাশে না তাকিয়ে, কোন মোহে
কোথায় তাকিয়ে আছি। চাঁদ আমায় টানছে না আজ
হেমন্তের পাতলা শীতের বাতাসে
থোকা থোকা মেঘের কুন্ডলীর ভিড়ে
আলো আধাঁরি খেলায় আমার পোষায় না যেন
আচ্ছা! আগে তো ঠিকই রাত জেগে জেগে
কবিতা লিখতাম চাঁদের আলো ধার করে।
রুপালি থালার মতো মুখখানি যেন আমার জন্যই
জেগে থাকত সারারাত। কবিতার উপমা হতে,
কবিতার লাইনে লাইনে ভুল ভ্রাঙ্কি উগড়ে
ফেলে দিতে। আজও কি বসে আছে তার জন্য?
আহা! আমার আর বইল না তরী তার জন্য
আমি পাড়ি দিয়েছে অন্য আকাশে
যে আকাশের চাঁদের উপমাতে ভুল হয়না
যার পানে চেয়ে ক্লাঙ্কিহীন সূরা পানের নেশা লাগে।
উগড়ে ফেলার মতো জঞ্জাল পাওয়া যায় না
সকল কুলুষ থেকে মুক্ত সে চাঁদ আমার পাশে
আমার অন্তর আকাশে পূর্ণ দ্বীপ্তিতে বিরাজমান
আমার হাতে হাত রাখা ভূশ্রেষ্ঠ্র মানবী তুমি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top