Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি আমারা মা জননী তোমার তুলনা তুমি

: | : ১৭/১১/২০১৩

ধরনীর তরে সেরা রমনী
সে যে আমার মা জননী
তোমাদের সুধাই,
তাঁহার চেয়ে আপন জনা অন্য কেহ নাই ।
নদী,সাগর,মহাসাগর অসীম তাতে জল
মা যে আমার মহা গভীর অটুট মনো বল
তুমি বিনা আমার তরী জলে তবে ভাসেনা।
সোনার খনি নয়ন মনি ,তুলনাহীনা মা
তোমার তুলনায় তুমি মাগো,অন্য কেহ আসে না ।।
তুমি আমার পথ চলাতে অন্ধকারের আলো
তুমি হাসিলে দু:খ যাতনা নিমিশে লুকাইলো ,
মুগ্ধ হয়ে শুনি মাগো তুমি যাহা বলো
তুমি খুশি থাকলে মাগো লাগে অসীম ভাল ।
পদ ধূলি দাওগো আমায় হে জননী মা
জগৎ জুড়ে তুমি সহায় ভয় যে করিনা ,
রং তুলিতে চেয়েছি ঢালিতে
গানের কলিতে চেয়েছি বলিতে,
ভাল বাসার মহা সাগর তুমি আমার মা
তোমার সাথে এ জগতের কারো হয়না তুলনা ।।
কখন চলি ডানে আবার কখন চলি বায়
কখন আবার উজানে ধাই পথ যে অচেনায়
মায়ের দোয়া থাকলে তবে আপদ কেটে যায় ।
সানন্দে, আনন্দে,ঘুমন্ত মন জাগন্ত হয়ে যায়
যখন আমার মা জননী হাতটি বুলায় ।
তুমি আমায় আনিলে, দেখালে এ জগৎ সংসারে
নিজ আরাম ভুলিয়া তুমি সত্করিলে মোরে,
মাহা সাগর পার করিতে হাত বাড়াবে তুমি,
এ জগতে মা জননী পরজনমে ও তুমি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top