Top today
দাদু বাড়ি
আমাদের সেই গায়ের বাড়ি
যাবে নাকি তুমি
মস্ত বড় বাড়ি সেথায়
এক চিলতে নয় ভূমি ।
কাকারা কেউ থাকে নাকো
বাড়ি শূন্য পড়ে,
দাদী বলে বাড়ি একা
দেখবো কেমন করে ।
দাদু অনেক বুড়ো ছিলো
যখন গেল মারা,
পড়শীরা সব জড়ো হয়ে
কবর খুরলো তারা
দাদী কাঁদে কাকা কাঁদে
কাঁদে যে আমার মা
আমি যতই কেঁদে বলি
দাদুকে নিয়োনা ।
সাদা কাপড় পড়ে দাদু
শুয়ে আছে সোজা
ভাবটা যেন দাদু আজি
এ দুনিয়ার বুঝা ।
পাড়া পড়শী চাচা মামা
ধরা ধরি করে
দাদুকে শুযে দিল সেই
ছোট্ট মাটির ঘরে ।
তখন থেকেই দাদী আমার
একাই বাড়ি থাকে,
ঝর ঝর করে কাঁদে তাকে
দাদু নাকি ডাকে ।।