Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চিরন্তন

: | : ২০/১১/২০১৩

আমি গভীর  রাত  জেগে চাঁদনীতে চেয়ে থেকেছি একা একা।
মেঠো পথে শুয়ে সোজা তাকিয়ে থেকেছি শুন্যে অভিমান নিয়ে;
মায়াবী  আকাশ  রাত  করেছে  মায়াবী, রুপের চাহনি হয়ে
ভেসেছে  আকাশে  চাঁদ, শুন্যে  পৃথিবীর  প্রশান্তির  দিপিকা।

দূরের  বিস্মৃতির  অতীত  অভিমান  ভুলে  গেছে  লক্ষীপেঁচা,
চাঁদের  পিয়াসা  মেটাতে তারা হয়ে জোনাকীর দল গেছে চলে;
আমি শুধু পথ ভুলে স্মৃতিতে একা হয়ে  পড়ে জ্যোৎস্নার কোলে;
নীরুপায় তারাগুলো পারে না জ্বলিতে, বুঝে ক্ষীন জ্বলে  বাঁচা।

সে সব রাত যাবে, চাহনি ভুলে যাবে আপন  চোখের তারা।
জ্যোৎস্নার মান ভুলি যাবে কি ছেড়ে স্মৃতিরে ভালবাসে যারা!

২০.১০.১৩, জাজিরা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top