Top today
স্টেশন
স্টেশন
—————–
ঘুরা ঘুরি করছো র্দীঘক্ষণ,
ঠিকানা জানা নেই বুঝি?
আজি বুঝি এলে ?
তোমাকে দেখেই বুঝেছি,
মহেমান তুমি আমারই মতো ।
ফ্যাকাশে দেখাচ্ছে ঠোট,শুকনো,
গোছল হয়নি র্দীঘ দিন ।
হাত পা ছুড়ছো কনে?
বেশীদিন থাকার আশায় দখল হচ্ছে জায়গা,
আপন অস্তিত্ব ঘোসিত সর্ব সন্মুখে ।
প্রথম দেখেই বুঝেছি,
তুমি এখানে ছিলে না, ছিলে অন্য কোথাও ।
সেথায় পাখির গান ছিল কি
ছিল কি লাল গোলাপ, হায়নার হাসি,
রক্ত চক্ষু, বুভুক্ষের থাবা,
সন্তান হাড়া মায়ের কান্না?
কিছুই দেখনি?
শুধু নিশ্চুপ নিথর শুয়ে ছিলে নাভীর
সূতো আকড়ে ।
তবে আরো জোরে ইস্রাফিলের শিঙ্গার মতো
গর্জে উটো, কাপিয়ে তোল এ স্টেশন ।
সবেইতো এলে,কদিনের জন্য এলে?
এইতো ষাট কি সত্তর, বড় জোর এক- শ ।
নাভীর সূতোয় টান পড়লে ফিরে যাবে আবার
স্বদেশে, আপন ভূবনে, অদৃশ্যালোকে ।।