Top today
আব্বার স্বপ্ন
আমার আব্বা পড়েন বড় জুব্বা
স্বপ্ন দেখেন তিনি যাবেন মদিনায়,
কাবাঘর দেখে হজ্জ্ব করে,
ফিরবেন নিজ আঙিনায়।
একদিন তাঁর স্বপ্ন সত্যি হলো
২০১১ সালে গেলেন তিনি মদিনায়,
রসুলের দেশ ঘুরে হজ্জ্ব করে
হাজী বেশে আসলেন নিজ সীমানায়।