Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সুখের অনুভূতি

: | : ২১/১১/২০১৩

তোমার মাঝে এতো সুখ কেন বলো ?
প্রতিদিন তোমায় দেখার করি ছল ,
খুঁজে বেড়াই হাজার নারীর ভিরে
তুমি আসছো –
নাকি আসবে –
ধুলো নিংড়ে তোমার পদোতল ।

তোমায় দেখে আমি আনন্দিত হই
পুলকিত হই –
এ দেহে জাগে গভীর শিহরণ ,
এ পৃথিবী চলছে –
আমি ও চলছি পৃথিবীর গতিতে
নিয়ে তোমার আনন্দ ভরা মন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top