Top today
পথিক
অনুজ পথিক কহে অগ্রজকে
ভুল পথে হাটছো তুমি,
বিপদ আসন্ন ।
অগ্রজ বিরক্তির স্বরে –
তুমি অতি জঘন্য,
তুমি জানো না কত গার্ড-পহরী আমার জন্য ?
আছে কত শত ভক্ত
চাইলে দিয়ে দেয় রক্ত ।
অনুজ কহে বিনয়ে –
পথে বিছায়েছ যত কাঁটা, নতুন নতুন গর্ত
তুমি ভেঙ্গেছ পথ চলার আছে সব শর্ত ।
আমি অতি নগণ্য,
পথ চলার নিয়ন্ত্রনহীন গতির জন্য
ভাবছি বিপদ অতি আসন্ন ।
পথিক হবে ধন্য,
মানুষকে মানুষ ভাবো
ভেবোনা না তাদের পণ্য,
যে পথে হাটছো তুমি
কর নিয়ম মান্য ।
পথটি বুঝি একার ভাবো,করছো কেন গর্ব ?
সব পথিকের সম অধিকার, করছো কেন খর্ব ?
পথের কাঁটা তুলতে হবে –
করতে হবে অঙ্গীকার,
বিপদ তবে কেটে যাবে
প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার ।