Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নাতে রসূল (সা)

: | : ২২/১১/২০১৩

তুমি সুন্দর !
তুমি সুন্দরতম প্রিয়
সুন্দর তুমি প্রিয় ;
রহমাতুল্লীল আল আমিন ।।

তুমি ভুখারি হয়ে দিন কাটাইছো
বাদশাহী ত্যাগিয়া
তুমি কাঁদছ কত অবিরত
উম্মতের লাগিয়া
দুনিয়া আখিরাতে তুমি মহান
তুমি তুলনাবিহীন ।

ঐ ………………………… ।।

তুমি ছিলে খাঁটি মানব
ধরার বুকে একজনা
সত্যের লাগি করছো লড়াই
সইছো কত লাঞ্চনা ।
সবার প্রতি প্রেম প্রীতি
দেখিয়েছ তুমি
তাই তো আজি তোমার প্রেমে
পাগলপারা আমি
এই ভুবনে রেখে গেছো
সত্য পথের চিন ।

ঐ ……………….. ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top