Top today
আলো আঁধার
আলো আঁধারের খেলা
শেষ হোক এই বেলা
আলোতে ঝলমল
আনন্দের কোলাহল।
অন্ধকারের বাঁশি
পায় যে আমার হাাসি
বাজায় বলো কেে
বাতি জ্বাালিয়ে দে।
আলোতে যায়না দেখা
ঘরে যে আমি একা
আঁধার নেমে এলে
যেওনা আমায় ফেলে।।
আলো আঁধারের খেলা
শেষ হোক এই বেলা
আলোতে ঝলমল
আনন্দের কোলাহল।
অন্ধকারের বাঁশি
পায় যে আমার হাাসি
বাজায় বলো কেে
বাতি জ্বাালিয়ে দে।
আলোতে যায়না দেখা
ঘরে যে আমি একা
আঁধার নেমে এলে
যেওনা আমায় ফেলে।।